Type Here to Get Search Results !

বর্ধমানে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

নিজস্ব প্রতিনিধি:- শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।মৃতের নাম অশোক মাঝি(৩৮)। মঙ্গলবার দুপুরে ফের অশান্তি বাঁধে বর্ধমানে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের উপর হামলার অভিযোগ উঠে দলেরই একাংশের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের অভিযোগ "পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে খালাসি পাড়ায় তাকে কয়েকজন বহিরাগত রড, লাঠি দিয়ে আক্রমণ করে। কোন ক্রমে তিনি বেঁচে যান।তাঁর দাবী আক্রমণকারীরা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ও তৃণমূল নেতা শিবশংকর ঘোষের অনুগামী বলে অভিযোগ তার। তাদের অঙ্গুলি হেলনেই তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ তার।" হামলার ঘটনায় প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিম, অশোক মাঝি ও তার স্ত্রী চন্দনা মাঝি জখম হয়।

যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশংকর ঘোষ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি এই ঘটনায় কোন ভাবেই জড়িত নন।


আরো পড়ুন:- 
এক বছর ধরে কাজ বন্ধ ,কাজের দাবিতে কলিয়ারীর সামনে  বিক্ষোভ প্রদর্শন ঠিকা শ্রমিকদের

গুরুতর জখম অশোক মাঝিকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় হাসপাতালে অশোক মাঝির মৃত্যু হয়।এলাকায় অশোকের মৃত্যুর খবর পৌঁছাতেই ৬ নম্বর ওয়ার্ড উতপ্ত হয়ে ওঠে বর্ধমান কালনা রোডে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়ের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী খালাসী পাড়ায় যায়।পুলিশ তিন জনকে আটক করেছে।


যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন এটা দুস্কৃতিদের কাজ এবং তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি রাখেন পুলিশ প্রশাসনের  কাছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad