যদিও প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এটিকে অসামাজিক কাজ বলে আখ্যা দিয়েছেন কিন্তু এই যে ঘটনা এই ঘটনা কোনও নতুন ঘটনা নয় দীর্ঘদিন ধরে এভাবেই ওই এলাকা থেকে বালি পাচারের কাজ চলেছে।
অন্যদিকে এই প্রসঙ্গে কুলটি বর্তমান বিজেপির বিধায়ক অজয় পোদ্দার জানান ইতিমধ্যেই এ বিষয়ে চেক ড্যাম তৈরির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন রেখেছেন তিনি। তিনি বলেন এখন দেখার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালি উত্তোলন নিয়ে মুখ খুলেছেন যেখানে, সেখানে দেখার কখন এই অবৈধ ভাবে বালি উত্তোলনের কাজ বন্ধ হয়। এই অবৈধ বালি উত্তোলন যাতে বন্ধ হয় তার ব্যাবস্থা করবেন তিনি বলে জানান।