সোমনাথ মুখার্জী,পাণ্ডবেস্বর:- বুধবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে ডিভিসি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত যুবকের নাম প্রীতম পাল (২২) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রিতম পাল নামে ওই যুবক রাজস্থানে কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করতেন । লকডাউন এর জন্য দীর্ঘ কিছুদিন পাণ্ডবেশ্বর তার নিজের বাড়িতেই ছিলেন। লকডাউনের জেরে পড়াশোনা প্রায় বন্ধ ই ছিল প্রীতমের ,এর জন্য সে মানসিক ভা এ ভেঙে পড়েছিল ।
আজ বুধবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। এই ঘটনার খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঠিক কি কারণে অসময়ে চলে যেতে হল প্রিতম পাল কে তার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। প্রীতম পালের মৃত্যুতে শোকোস্তব্ধ সমস্ত পরিবার।