Type Here to Get Search Results !

শুক্রবার রাত থেকে দফায় দফায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উতপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমানের গলসির উচ্চগ্রাম

ভোট পর্ব মিটতে না মিটতেই ফের উতপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমানের গলসি।ভোটের পর তৃতীয়বার রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শনিবারই দলের সাংগঠনিক বৈঠক হচ্ছে। আর শুক্রবার রাত থেকে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষ বাঁধলো গলসির উচ্চগ্রামে। ফের শাসকদল  তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো। 

পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে গতকাল রাত আটটা নাগাদ সংঘর্ষে জড়ায় তৃণমূল দুই গোষ্ঠী। ইট রড লাঠি নিয়ে হামলা চালায় একে অপরকে দুই গোষ্ঠী। মারধরে দুই পক্ষের ছ'সাতজন জখম হয়।  সংঘর্ষের জেরে মাথা ফাটে দু'জনের। জখমদের মধ্যে একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জেরে চাপা উত্তেজনা থাকায় গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ । ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন উচ্চগ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সরোজ চক্রবর্তী। তার অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।এই  ঘটনায় বিজেপির নাম জড়িয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। তবে বিজেপির  অভিযোগ অস্বীকার করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad