মানসিক অবসাদে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম পরমানন্দ হাজরা(৬১) । বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের কুবাজপুর এলাকায়।ভাতারের কুবাজপুরের বাসিন্দা পরমানন্দ হাজরা ,পূর্ত দপ্তরের হেডক্লার্ক পদে চাকরি করতেন । গত বছর জানুয়ারি মাসে তিনি অবসর নেন। বাড়িতে রয়েছে স্ত্রী ও বৌদি। একমাত্র মেয়ে বিবাহিত।
শনিবার সকালে ভাতার বাজার যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ভাতার যাওয়ার পথে কুলনগর এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দেন তিনি। স্থানীয় মানুষজন পুকুরে মৃতদেহ ভাসতে দেখে ভাতার থানায় খবর দেয়।
ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক পরমানন্দ বাবুকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ দেহটি ভাতার থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।
মৃতের জামাই কেশবচন্দ্র দে জানিয়েছেন ,অবসর নেওয়ার পর থেকেই তাঁর শ্বশুর মশাই স্ত্রীর অসুস্থতা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। পারিবারিক বিষয়সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল।মানসিক অবসাদের জেরেই তিনি আত্মঘাতী করেছেন।