বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার চালু হল পূর্ব বর্ধমানের ভাতারে। শুক্রবার ভাতার মাধব পাবলিক হাইস্কুলে বিনা খরচে করোনা আক্রান্তদের অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, পঞ্চায়েত প্রধান পরেশনাথ চক্রবর্তী এবং প্রধান শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক স্বপনকান্তি চৌধুরী। দু'টি মেশিন ও চার বেডের এই অক্সিজেন পার্লার রোজ সকল ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চালু থাকবে।দু'জন মহিলা ও দু'জন পুরুষ রোগী একসঙ্গে অক্সিজেন পরিসেবার সুযোগ পাবেন।