তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জ্যাঠা কিস্কু। ঘটনাটি ঘটেছে বুদবুদের সোঁয়াই গ্রাম থেকে কান্ডারী যাওয়ার রাস্তায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টির সময় নিজের বাইকে করে
সোঁয়াই গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও একটি বাচ্চাকে নিয়ে খান্ডারী ডাঙ্গায় নিজের বাড়ি ফিরছিলেন বছর ৩১ এর জ্যাঠা কিষ্কু।প্রবল ঝড় বৃষ্টির কারণে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারেন।
গুরুতর আহত হয় তিনজনই। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা জ্যাঠা কিস্কু কে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী আশঙ্কাজনক থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার কাঁকসা থানার পুলিশ মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।