তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সোমবার রাত্রে বুদবুদের মানকর থেকে গুসকরা যাওয়ার সময় একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে মানকর গ্রাম পঞ্চায়েতের সামনে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার ওপরে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হয় লরির খালাসী। দুর্ঘটনার পরই লড়িটিকে ছেড়ে পালিয়ে যায় লরির চালক। দুর্ঘটনার জেরে মানকর গুসকরা রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা লরির খালাসী কে উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতাল এ পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। বুদবুদ থানার পুলিশ লরিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।