সংবাদদাতা, অন্ডাল : জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মদক্ষ মিনতি হাজরার পক্ষ থেকে করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিক ও অন্ডাল ব্লকের একটি সংগঠনের সদস্যদের দেওয়া হলো সুরক্ষার সরঞ্জাম উপহার।
সোমবার বিকেলে অন্ডালের দীঘনালা তৃণমূল কার্যালয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়,মহিলা তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা সভানেত্রী সুজাতা বসু সরকার সহ অন্যরা।
মিনতি দেবী জানান অন্ডাল ব্লকে এমিস নামে একটি সংগঠন করোনার বিরুদ্ধে প্রশংসনীয় কাজ করছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ও করোনা যোদ্ধা ঘোষণা করেছেন । সেই কথা মাথায় রেখে এদিন তাদেরকে এই উপহার দেওয়া হয় বলে জানান মিনতি দেবী ।