নীলেশ দাস, আসানসোল:-বার্নপুরের সেলের ইসকো কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলের ইসকো কারখানার সিওবি অর্থাৎ কোকোবেন ১১ নম্বর ব্যাটারি ইউনিটের ঘটনা।
মৃতদের নাম সুমন বিশ্বাস ও বাবন সরকার। জানা গিয়েছে এদিন ইসকো কারখানায় হঠাৎই গ্যাস লিক হয়। যার ফলে কর্মরত অবস্থায় দুইজন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে বার্নপুর ইসকো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পৌঁছায় শ্রমিক সংগঠন পাশাপাশি মৃতদের পরিবারের চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ পৌচ্ছায় হাসপাতালে। তবে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পরিজনেরা।
