Type Here to Get Search Results !

পূর্ব বর্ধমানের জামালপুরে বজ্রপাতে মৃত্যু হল ৪ জনের


একই দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে প্রবল বজ্রপাতে মৃত্যু হল ৪ জনের ।জখম হয়েছেন একজন ।মৃতেরা হলেন রঞ্জিত গোয়ালা (৪০),অরূপ বাগ (৪০),শম্ভুচরণ দাস (৫২) ও অধীর  মালিক (৪৯)। জখম ব্যক্তির নাম মনু আইরি । জামালপুর থানার গুড়েঘর গ্রামে রঞ্জিতের এবং অরূপের বাড়ি কাঁশরা গ্রামে ।আপর মৃত শম্ভুচরণের বাড়ি জ্যোৎশ্রীরাম গ্রামে এবং অধীরের বাড়ি  মুহুন্দর গ্রামে । বজ্রপাতে জখম মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক তাঁর বাড়ি কালনা মহকুমার তিলডাঙ্গা গ্রামে।  ময়নাতদন্তে পাঠানোর জন্যে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করেছে । জখম ব্যক্তি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । 
 
মৃত ও জখমরা সকলেই কৃষিজীবি পরিবারের সদস্য । মৃত রঞ্জিত গোয়ালার ছেলে অভিজিৎ গোয়ালা জানিয়েছেন ,তাঁর মামা মনু আইরি তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিলেন । এদিন দুপুরে তাঁর বাবার সাথেই তাঁর মামাও তাঁদের  ঝিঙে জমি পরিচর্যা করতে যায়।তখন হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তাঁরা দু'জনেই জখম হয় । 


অভিজিৎ বলেন দু’জনকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষনা করেন । জখম অবস্থায় তাঁর মামা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন । অপর মৃত অরূপ বাগের দাদা রুদ্রকান্ত বাগ জানিয়েছেন,তার ভাই ও ভাইয়ের স্ত্রী কাঁশরা গ্রামে জমিতে তিলগাছ কাটতে যায় । জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে  তাঁর ভাই  অরূপ মারা যায় ।বরাত জোরে রক্ষা পেয়ে যান ভাইয়ের স্ত্রী। 


জ্যোৎশ্রীরাম গ্রামের বাসিন্দা  অচিন্ত দাস বলেন এদিন তাঁর কাকা শম্ভুচরণ দাস  দুপুরে গ্রামের মাঠে পটল জমি পরিচর্যা করছিলেন ।  বজ্রপাতে তিনি জমিতে লুটিয়ে পড়েন ।শম্ভুচরণকে উদ্ধার করে  জামালপুর হাসপাতালে  নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । মুহিন্দর গ্রামের বাসিন্দা অধীর মালিক তাঁদের পোষ্য গরু নিয়ে মাঠ থেকে ফেরার সময়ে বজ্রপাতে মারা যান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad