Type Here to Get Search Results !

'শীতলকুচি নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে' বর্ধমানে এসে বললেন দিলীপ ঘোষ

'শীতলকুচি নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে।শীতলকুচির ঘটনায় পুলিশ রিপোর্ট ছিল যে দুস্কৃতিরা বন্দুক ছিনিয়ে নিতে গিয়েছিল তাই গুলি চলেছিল। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে, সেন্ট্রাল ফোর্সকে বদনাম করার জন্য জেদের বসে তাদের পুলিশ অফিসারদের সমন দিচ্ছে। আমরা চাই সত্য ঘটনা সামনে আসুক।' আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি আরও বলেন,যারা তৃণমুল ছেড়ে এসেছে তাদের বদনাম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের হার হজম করতে পারছে না, তাই শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে তিনি বলেন, আগে কারো সাথে কোন আলোচনা না করেই পরীক্ষা ঘোষনা করেছিলেন। কেন্দ্রীয় সরকারের সাজেশন অনুযায়ী  পরীক্ষা না করার জন্য আবেদন করেছেন। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আরও আগে নিলে ভাল হত বলে জানান দিলীপ বাবু। 

তিনি আরও বলেন, নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা মার খাচ্ছেন।  অনেক কর্মী এখনো ঘরছাড়া। আদালতের নির্দেশে বেশ কিছু জেলায় আমাদের কর্মীরা ঘরে ফিরছে বলে জানান তিনি। পাশাপাশি বেশ কিছু জেলায় এখনো অত্যাচার চলছে।মুখ্যমন্ত্রী বা সরকার সন্ত্রাস বন্ধ করার চেষ্টা করছে না।

ইয়াস ঝড়ে বহু বাড়ি ঘর ভেঙ্গেছে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে। রাজ্য সরকার বলছে ২০০০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে এসেছে। আমরা চাই প্রকৃত ক্ষতিগ্রস্তরা অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষতিপূরণ পাক।যারা তৃণমূল পার্টি ছেড়ে এসেছে তাদের বদনাম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের হার স্বীকার করতে পারছে না।

আরো পড়ুন:- বর্ধমানের কাঞ্চন নগর রথতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ,অভিযোগ অস্বীকার শাসক দলের 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad