Type Here to Get Search Results !

ইয়াসের ক্ষতিগ্রস্তদের পাশে আসানসোলের বিভিন্ন সংস্থার পাশাপাশি বৃহন্নলা সমাজ

নীলেশ দাস.আসানসোল:-প্রাকৃতিক দুর্যোগ ইয়াস এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মেদিনীপুর সহ সুন্দরবন এলাকা। সেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে রাজ্যের বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি সংস্থা, অন্য নজির দেখা মিলল আসানসোলে এই প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসানসোলের বিভিন্ন সংস্থার পাশাপাশি বৃহন্নলা সমাজ। 

এই সমাজ কে সবাই অবহেলা অবাঞ্চিত করে থাকে, এই প্রাকৃতিক দুর্যোগে আসানসোলের অঙ্গীকার ফাউন্ডেশন যখন সাহায্যের হাত বাড়িয়েছে তখন সেই ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বৃহন্নলা সমাজ। গতকাল রাতে আসানসোল অঙ্গীকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সাগরদ্বীপ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আসানসোলবাসীর সাহায্যের খাদ্য সামগ্রী নিয়ে রওনা দিলো। এই যাত্রার শুভ সূচনা করলেন আসানসোল করপোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমুল নেতা পূর্ণেন্দু চৌধুরী, লক্ষণ ঠাকুর, উৎপল সেন, রক্ত আন্দোলন নেতা প্রবীর ধর, আসানসোলের বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ আনসারী,সহ বৃহন্নলা সমাজের আধিকারিক। এই অনুষ্ঠানে বৃহন্নলা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির  আধিকারিক বলেন আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দি,এই রকম সামাজিক কাজ আমরা করে থাকি, কিন্তু মানুষ আমাদের অবহেলিত বা কোনঠাসা বলে মনে করে কিন্তু আমরা সমাজের একটা অংশ আমারও সমাজের মধ্যে বাস করি আমারও চাই আমাদের কেও ভালো কাজে অংশ নিতে বলুক আমরাও চাই। 

শুধু এই বছর নয় গত বিপর্যয়ের সময় অঙ্গীকার ফাউন্ডেশনের সাথে সাহায্যের হাত মিলিয়েছিলাম। সমাজ যদি আমাদের অবহেলিত মনে করে আমি মনে করি আমরা অবহেলিত নয় যত দিন বাঁচবো মানুষের জন্য করবো। শুধু সরকারের দায়িত্ব নয় সরকার অনেক কাজ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাকৃতিক দুর্যোগের আগে থেকেই নবান্নে রাত জেগেছেন উনি সারা বাংলাকে আগলে রেখেছেন পাশাপাশি আমাদের ব্যক্তিগত দায়িত্ব আছে আমরা আমাদের বাংলা কে আগলে ধরে রাখব তবেই আমাদের বাংলা সুন্দর ও সোনার বাংলা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad