নীলেশ দাস,আসানসোল:- বিশ্ব পরিবেশ দিবসে ৫০০০ হাজার গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করলেন আসানসোল পুরনিগম।শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোলের ১০৬ টি ওয়ার্ডে প্রায় ৫০০০গাছের চারা বিতরণ করা হয়। পুরভবনের সামনে এই চারাগাছ বিতরনে উপস্থিত ছিলেন প্রশাসক বোডের সদস্য, অভিজিত ঘটক,পূর্ণশশী রায়,দিবেন্দু ভগত সহ প্রমুখেরা। এদিন অভিজিত ঘটক বলেন, বিশ্ব উষ্ণনায়ন এর হাত থেকে পরিবেশ কে বাঁচাতে গাছ লাগানোর প্রয়োজন।আমফান, ইয়াসের মত প্রকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে গাছ লাগানোর প্রয়োজন ।এদিন গাছের চারা গুলি পুর কর্মী ও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
