নীলেশ দাস ,আসানসোল:-সালানপুর থানার রূপনারায়ণপুর ও ঝাড়খন্ড সীমান্তবর্তী প্রধান রাস্তার উপর অবস্থিত অঞ্জনি ফেরাে এ্যলয় কারখানার কিছু অংশ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।জানাজায় রবিবার দুপুর নাগাদ ভয়ঙ্কর আগুনে দাও দাও করে জ্বলতে থাকে কারখানার ফার্ণেসটি।আগুনের প্রচন্ড তাপে কারখানার বহু অংশ পুড়ে ছাই হয়ে যায়।ঘটনায় কারখানায় কর্মরত কর্মীদের তড়িঘড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।কারখানা সূত্রে জানা যায় কোন কর্মীর হতা হতের ঘটনা না ঘটলেও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানার আগুন লাগার সাথে সাথেই চিত্তরঞ্জন ও জামতারা দমকল কে খবর দেওয়া হলে জামতাড়া থেকে দমকল গাড়ি এসে আগুন আয়ত্তে আনলেও চিত্তরঞ্জন ফায়ার ব্রিগেডের গাড়ি আসে বহু পরে।তবে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।মনে করা হচ্ছে যে বৈদ্যুতিক কারণেই এই আগুন। সম্ভবত পাশের একটি ট্রান্সফর্মার থেকে কোন কারনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে স্বাভাবিক ভাবে কাজ শুরু করতে কিছু সময় লাগবে।
