নীলেশ দাস,আসানসোল:- কুলটির লছিপুর দিশার যৌনপল্লীতে আসানসোল ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আড়াইশো মহিলার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। দ্বিতীয়বার পতিতাপল্লীর বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছে ওই এলাকার মহিলারা তাই তাদের পাশে কর্পোরেশন এর পর দাঁড়ালো বিভিন্ন সমাজ সেবী সংগঠন।
আজ সেই রূপ আড়াইশো মহিলাকে চাল, আলু, আটা, বিস্কুট, পাউরুটি দিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল । আসানসোলের সংগঠনের সদস্য আসানসোল ডিফাইন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফাদার অনুতোষ বাবু জানান, তারা প্রথমবার ও তাদের পাশে ছিলেন দ্বিতীয়বার ও তাদের পাশে এলেন এবং তাদের মতন সংগঠন এই লকডাউনে যাতে তাদের পাশে দাঁড়ান তারও আবেদন করলেন। এছাড়া দিশার সংগঠন কর্মীরা সাহায্য করলেন তাদেরকে।