তনুশ্রী চৌধুরী,পানাগড়:- নারদা কান্ডে অবশেষে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক জামিনে মুক্তির পর উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা।সোমবার নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক কে গ্রেফতার করে সিবিআই।
গ্রেফতারের ঘটনার পরই রাজ্য জুড়ে আন্দোলনে নামে তৃণমূল কর্মী সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অবশেষে সোমবার বিকালে জামিনের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পানাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে একে অপরকে মিষ্টি মুখ করে উল্লাসে মেতে ওঠেন সকলে।