ফের তালিত রেলগেটে বিপত্তি। মালবোঝাই লরির ধাক্কায় ভেঙে পড়লো রেলগেটের একাংশ। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের মাঝে তালিত রেলগেট একটি বিভীষিকা। বর্ধমান আসানসোল রেলপথের মধ্যে এই রেলগেট বড় যন্ত্রণার।
প্রতিদিনই এই রেলগেটে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বাস,লরি সহ বিভিন্ন যানবাহন। নিত্যদিন আটকে পড়ে এ্যাম্বুলেন্স। গত তিন বছর আগে তালিতে উড়ালপুল তৈরি জন্য জমি অধিগ্রহণ করা হয় মাপজোক হয়।তারপর লাল ফিতের ফাঁদে আটকে আছে কাজ।
রবিবার দুপুরে গুসকরা থেকে বর্ধমানমুখী একটি পণ্যবোঝাই লরি ধাক্কা মারে তালিতের রেলগেটে। লরির ধাক্কায় ভেঙে যায় রেলগেটের পাইপের একাংশ। বন্ধ হয়ে যায় গেট।যানচলাচল পুরোপুরি আটকে পড়ে। তড়িঘড়ি রেল প্রশাসনকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে আসে রেলকর্মী ও টেকনিশিয়ানরা। মেরামত করতে প্রায় ঘণ্টা দেড়েক লেগে যায়। জ্যামে পড়ে যায় বিভিন্ন যানবাহন। ক্ষোভ উগরে দেন আটকে পড়া যানবাহনের চালক ও আরোহীরা। সাধারণ বা নিত্যযাত্রীরা চান রেলগেটের যন্ত্রণা থেকে মুক্তি। ফ্লাইওভার না হলে যানজট থেকে সুরাহা মিলবে না বলে জানান তারা।