তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পরেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলের যোগদান করতে পারে। এমনটাই আশা কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের।
ব্লক নেতৃত্ব কে না জানিয়ে যদি কেউ কোথাও কাউকে যোগদান করায় বা করানো হয়, তবে সেটি দল বিরোধী কাজ হিসেবে গণ্য হবে । এমনটাই জানালেন কাকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী।
তিনি জানিয়েছেন তৃণমূল ক্ষমতায় আসার পর অনেকেই তৃণমূলে যোগদান করার চেষ্টা করবে তবে দলের উচ্চ নেতৃত্বকে না জানিয়ে কোনভাবেই কাউকে তৃণমূলে যোগদান করানো যাবে না।
এমনকি দলের ঝান্ডা ধরে যদি কোথাও কোনো মিছিল মিটিং হয় ব্লক নেতৃত্ব কে না জানিয়ে সেই কর্মসূচি দল বিরোধী কাজ হিসেবে গণ্য করা হবে এমনটাই জানিয়েছেন কাঁকসা ব্লকের ব্লক সভাপতি দেবদাস বক্সী।