পূর্ব বর্ধমানের ভাতার থানার ওড়গ্রামে বুধবার রাতে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায়, নয় জনকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।ধৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও দুজন মহিলা । অভিযোগ, বুধবার রাতে ভাতারের ওরগ্রামে চক্রবর্তী পাড়ায় এক তৃণমূল সমর্থকের পরিবারের ওপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি, বাঁশ, সাবল দিয়ে তৃণমূল কর্মী সমর্থকের পরিবারের উপর হামলা চালায়। এ ঘটনায় চারজন আহত হয়। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।
আহতদের পরিবারের পক্ষ থেকে ভাতার থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন বিচার বিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।
তৃণমূল নেতা মীর নজরুল ইসলাম জানান ,বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে আমাদের কর্মী-সমর্থকের উপর আক্রমণ করে। এই ঘটনায় ৪ জন আহত হয়। আহতদের মধ্যে দু'জন গুরুতর জখম হয়েছে। আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেছি।
অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কর্মী অরিন্দম ঘোষ। তিনি জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।এটা একটা পারিবারিক ঘটনা ।