নীলেশ দাস,আসানসোল:- মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর,রবিবার বাজার হাটে মানুষের ভিড় হয় তারউপরে আজ থেকে লকডাউন। তাই সকাল থেকেই বাজার গুলিতে বাজার করতে মানুষ ভিড় জমায়।এই সুযোগের সুবিধা নিতে সক্রিয় হয়ে পড়েছে ফোন চোরের দল,তারই প্রমাণ আজ চিত্তরঞ্জন শহরের ফতেপুর বাজারে মধ্যে ধরা পড়লো কম বয়সী মোবাইল চোর।
ধরা পড়ে কাঁদতে থাকা ছেলেটি বলে সে নিয়ামতপুর থেকে এসেছে।কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় আজ থেকে লকডাউন সমস্ত যানবাহন বন্ধ রয়েছে কি করে এলো ? তখন সে জানায় অটো ভাড়া করে তারা নিয়ামতপুর থেকে এসেছে।
তার সঙ্গী আরো কয়েকজন আমলা দহি বাজার এবং রূপনারায়ণপুরে নেমে গেছে।স্থানীয় সূত্রে জানা যায় ফতেপুরে বাজারে এদিন সকাল আটটা নাগাদ এক ব্যক্তি সামান্য ঝুঁকে শাক সবজি কিন ছিলেন,ঠিক সেই সময়ই তার পকেট থেকে স্যামসাং মোবাইল তুলে নেয় ওই যুবক।
সঙ্গে সঙ্গে বুঝতে পেরে তিনি সতর্ক হতেই হাতে মোবাইল সহ যুবকটিকে দেখতে পেয়ে ধরে ফেলেন তিনি। ফতেপুর বাজারের লোকজনরা তাকে পুলিশের হাতে তুলে দেন। তার সঙ্গে থাকা পুরো চক্রটি কে ধরার জন্য পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।