তনুশ্রী চৌধুরী,পানাগড়:- প্রশাসনিক নিয়ম মেনে দোকান খোলা রাখার জন্য সরকারি নিয়ম মানার জন্য ব্যবসায়ীদের সচেতন করতে কাঁকসার বিভিন্ন প্রান্তে মাইকে প্রচার করলো কাঁকসা থানার পুলিশ।
পানাগর বাজার, কাঁকসা হাটতলা, কাঁকসা রথতলা, কাঁকসার রাজবান্দ,মুচিপারা, সহ বিভিন্ন এলাকায় এদিন সরকারি নির্দেশ মানার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হলো।একই সাথে এলাকার মানুষকে করণা সচেতনতায় অযথা বাইরের না ঘোরার জন্য আবেদন করা হয়।
পাশাপাশি, সর্বদা মাক্স ব্যবহার করার জন্য এবং সর্বদা সচেতন থাকার মাইকে বার্তা দেন কাঁকসা থানা পুলিশ কর্মীরা।