তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একই সাথে দিনের পর দিন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। কাঁকসা ব্লক জুড়েও করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে।তাই এলাকার মানুষকে সচেতন করতে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসার বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হলো। অযথা বাইরে না বেরিয়ে এলাকার মানুষকে বাড়িতে থাকার আবেদন করা হয়। পাশাপাশি বাইরে বেরোলে মুখে মাস্ক পরে বাড়ির বাইরে বেরোনোর কথা মাইকে প্রচার করা হয়।