তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এস জি এইচ সভা কক্ষে বিনামূল্যে র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হলো হলো।
এদিন বিনামূল্যে র্যাপিড টেস্টের শিবিরে কাঁকসার ডাকবাংলো, মনোজ পল্লী, মিনি বাজার, সহ বিভিন্ন এলাকার মানুষ বিনামূল্যের্যাপিড টেস্ট করান।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন কাঁকসা ব্লক প্রশাসনের আবেদনে কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এদিন শিবিরটি অনুষ্ঠিত হয়। এলাকার মানুষের মধ্যে থেকে আতঙ্ক দূর করতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
যে সমস্ত মানুষদের করোনা টেস্ট করা হচ্ছে তাদের সকলকে সচেতন থাকার এবং সর্বদা মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। এদিন প্রায় একশর বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়।