প্রতিনিধি,দুর্গাপুর:- সাধারণ মৃত্যুর পাশাপাশি কোভিদ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ার ফলে সমস্যা হচ্ছে দাহ কার্যের। দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, ফলে সেখানে ভিড় জমাচ্ছেন শব যাত্রীরা। বীরভানপুর ছাড়াও শহরের ৪৩ টি ওয়ার্ডের ছোট-বড় মিলিয়ে আরো ২৯ টি শ্মশান রয়েছে। সাধারণভাবে মৃত শবদেহের দাহর জন্য শহর জুড়ে ছড়িয়ে থাকা এই শ্মশান গুলোকে কাজে লাগানোর চিন্তাভাবনা দুর্গাপুর পৌরনিগমের। শুধুমাত্র কোভিড আক্রান্ত মৃতের দাহ হবে বীরভানপুর ইলেকট্রিক চুল্লিতে ,যাতে সংক্রমণ না ছড়ায় এমনই চিন্তাভাবনা করছে দুর্গাপুর নগর নিগম। মঙ্গলবার নগর নিগমের এক জরুরি ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ ছাড়াও উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যানরা। বীরভানপুর মহাশ্মশান ছাড়া অন্যান্য শ্মশান গুলিতে যাতে সাধারণভাবে মৃত ব্যক্তিদের দাহ করা যায় সে বিষয়ে সমস্ত পৌর প্রতিনিধিদের উদ্যোগী হতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি জানান যে এই ব্যবস্থা হলে বীরভানপুর শ্মশানের চাপ কমবে এবং সুষ্ঠুভাবে দাহকার্য সম্পন্ন করা যেতে পারে।