প্রতিনিধি,দুর্গাপুর:-দিদি নতুন করে বিয়ে করেছিল, ভাই মানতে না পারায় দিদিকে গুলি করার অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরে নিউটাউনশীপ থানার অন্তর্গত এম. এ. এম. সি টাউনশিপ সংলগ্ন সুভাষপল্লীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেবি উপাধ্যায় নামে বছর ৪৮এর ঐ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল পড়ে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের বেসরকারী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত আরজু উপাধ্যায় পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অক্সত গর্গ। ঐ মহিলার বুকে ও পিঠে গুলি লেগেছে বলে জানা গেছে।