প্রতিনিধি,দুর্গাপুর:-রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক পুলিশ আধিকারিক । নিখোঁজ ঐ পুলিশ আধিকারিক নাম তরুণ দাস। আসানসোল দুর্গাপুর পুলিশের ওয়ারলেস অপারেটর পদে কর্মরত ছিলেন তরুণ বাবু। আসানসোলে পোস্টিং ছিলেন এই পুলিশ আধিকারিক । শুক্রবার সকাল দশটা নাগাদ প্রতিদিনকার মতো সিটিসেন্টারের আলাউদ্দিন খাঁ বীথির বাড়ী থেকে বাজার করতে বেরিয়েছিলেন তরুণ দাস নামে এই পুলিশ আধিকারিক , এরপর থেকে আর বাড়ী ফেরেনি । দুর্গাপুরের সিটিসেন্টার ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। আসানসোল দুর্গাপুর পুলিশের ওয়ারলেস অপারেটর তরুণ দাসের মেয়ে মনীষা দাস জানান, কি করে কি হলো বুঝে উঠতে পারছি না, তবে ছোটো কাকার সাথে একটা পারিবারিক বিবাদ ছিল বলে তরুণ বাবুর মেয়ে জানিয়েছেন। ঘরে ফোন রেখে দিয়ে বেড়িয়ে যাওয়ায় এখন তার সাথে যোগাযোগ করাও যাচ্ছে না। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের এই পুলিশ আধিকারিক রহস্যময় অন্তর্ধান নিয়ে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর দুর্গাপুরে। নিখোঁজ পুলিশ আধিকারিক বয়স ৫৮।