নীলেশ দাস,আসানসোল:- আসানসোল উত্তর থানার রেলপার কুরেশি মহল্লায় গতকাল রাতে অতি বৃষ্টির কারণে ভেঙে পড়ল একটি বাড়ি।এই ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মৃতার নাম হামিদা খাতুন।জানা গিয়েছে ঘূর্ণিঝড় 'ইয়াস' আছড়ে পড়ার আগেই আসানসোলে অতিবৃষ্টি হয়।
এই ঘটনায় হামিদা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই প্রসঙ্গে আসানসোল করপোরেশনের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ওই বাড়িটি বিপদজনক অবস্থায় ছিল গতকাল রাতে বৃষ্টির ফলে বাড়ীর চাল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু হয় এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসানসোল করপোরেশনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে, পাশাপাশি মারা যাওয়ার জন্য সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণের চিঠি আমরা অলরেডি আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে।