মায়ের বকুনির খেয়ে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্রী।পুলিশের নজরে পড়ে যাওয়ায় ১৪ বছরের ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে। জেলার দেওয়ানদিঘি থানার কুড়মুন গ্রামের বাসিন্দা ওই কিশোরীক মঙ্গলবার সকালের দিকে ভাতারের ছ-মাইল বাসস্ট্যাণ্ড এলাকা থেকে উদ্ধার করে ভাতার থানার পুলিশ।জিঞ্জাসাবাদ করে নাম ঠিকানা জানার পর বাড়িতে খবর দেওয়া হয়।
কুড়মুন গ্রামের বাসিন্দা ওই কিশোরীর মা জনমজুরের কাজ করেন।বাবা নেই।একমাত্র সন্তান। কুড়মুন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে।ছাত্রীর মা জানান বাড়িতে পড়াশোনা না করায় সোমবার তিনি মেয়েকে বকাঝকা করেন।তারপর রাতে শুয়ে পড়ার পর মা ঘুমিয়ে পড়লে বাড়ি থেকে পালায় ওই কিশোরী। এদিন সকালে ছ-মাইল বাসস্ট্যাণ্ড ঘোরাঘুরির সময় পুলিশের নজরে পড়ে। দুপুর নাগাদ থানায় এসে মেয়েকে বাড়ি নিয়ে যান কিশোরীর মা।