সোশ্যাল মিডিয়া তে একটি পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু৷মঙ্গলবার রাতে বেঁধে
যায় সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় বেঙ্গালুরুর একাংশ। পুলিশের গুলিতে মৃত্যুও হয়
দু'জনের।
প্রসঙ্গত, সংঘর্ষের
সূত্রপাত কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির এক অনুগামী ফেসবুকে ধর্মগুরুর
বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ৷উত্তেজিত জনতা কংগ্রেস বিধায়কক অখণ্ড শ্রীনিবাস মূর্তির বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ে। ডিজে হাল্লি এবং কেজি
হাল্লি দুই থানায় মঙ্গলবার রাতে হামলা চালানো হয়৷সংঘর্ষে এসিপি পদ মর্যাদার এক
পুলিশ আধিকারিক সহ ৬০জন পুলিশকর্মী জখম হয়েছেন,দু'জনের মৃত্যু
হয়েছে।কুরচিকর মন্তব্য করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।